বিডিওর তৎপরতায় মুক্তি পেল ঘুড়ির সুতোই আটকে থাকা পরিযায়ী পাখির

Social

দেবু সিংহ, মালদা: ঘুড়ির সুতোই আটকে থাকা পরিযায়ী পাখির প্রাণ বাঁচালেন গাজলের বিডিও উষ্ণতা মুক্তান। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লক অফিস সংলগ্ন বিডিওর বাংলোর কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের বিডিও উষ্ণতা মুক্তানের বাংলোর কাছেই ঘুড়ির সুতো এবং গাছের সঙ্গে আটকে থাকা একটি পরিযায়ী পাখি দীর্ঘক্ষণ ধরে ছটফট করছিল। অনেক রকম ভাবে সেই পাখিটিকে ঘুড়ির সুতোর আটকানো জাল থেকে বাঁচানোর চেষ্টা করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কোনরকম ভাবেই তা সক্ষম হচ্ছিল না। অবশেষে খবর দেওয়া হয় বনদপ্তরের। গাজোলের বিডিও উষ্ণতা মুক্তানের ফোন পেয়ে তড়িঘড়ি ব্লক অফিস চত্বরে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষন চেষ্টার পর অবশেষে ওই পরিযায়ী পাখিটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। বিডিও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার আশেপাশের সাধারণ মানুষ।

বনদপ্তরে এক কর্মী জানিয়েছেন, ঘুড়ির সুতার সঙ্গে পেঁচিয়ে গিয়েছিল ওই পরিযায়ী পাখিটি। এই ধরনের পাখি গাজোলের আদিনা ফরেস্টেই মূলত প্রজনন ঘটাতে আসে। তবে এদিনের ওই পাখিটিকে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। তারপরে সেটিকে পরীক্ষা নিরীক্ষা পর ছেড়ে দেওয়া হয় আদিনা ফরেস্টে।

Leave a Reply