মলয় দে নদীয়া:- আজ আন্তর্জাতিক নারী দিবস। স্বাধীনতা সংগ্রামে, দেশ চালনায়, বিভিন্ন শিল্পকর্মে নারীদের অগ্রগণী ভূমিকা বহু প্রাচীন। তবে ১৯৭৫ সালের ৮ই মার্চের পর থেকে এই দিবস তাঁদের সম্মানার্থে পালিত হয়ে আসছে।
তবে সর্বদা প্রচারে আলোকে এসেছে এমন বাদেও বহু নারী আছেন, যাদের সহযোগিতায় পরিবারের কোন এক পুরুষের সফলতার চাবিকাঠি। গ্রাম বাংলার মা বোনদের সংসারের হেঁসেল সামলানোর মধ্যেও, সূচি কর্মের দৃষ্টান্ত আগে প্রায়শই লক্ষ্য করা যেত। তবে বর্তমানে নিউক্লিয়র পরিবারে , অত্যাধুনিক হয়ে যাওয়ায় এ ধরনের শিল্প এখন প্রায় হারিয়ে যাওয়ার মুখে।
আজ নারী দিবসে, নদীয়ার শান্তিপুর শহরের ভারত মাতা মোড়ের বাসিন্দা বিখ্যাত সূচি শিল্পী সীমা সেনের , উক্তি প্রত্যেক মহিলাদের মধ্যেই থাকে বিশেষ প্রতিভা, কখনো তা প্রকাশিত হয় কখনো বা হয় না। তবে সময়ের অজুহাত না দিয়ে, অতীতে মহিলাদের এই শিল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান আজকের দিনে দাঁড়িয়ে। যদিও, মহিলারা আগের তুলনায় অনেক বেশি প্রতিষ্ঠিত করেছেন, সমাজে সম্মানও যথেষ্ট। তবে তার আক্ষেপ একটাই, বুটিক নামে শিল্পকর্মের বাড়বাড়ন্ত হলেও , সূচের মাধ্যমে সুতোকে এগিয়ে নিয়ে যাওয়া কোথাও থমকে গেছে, ধৈর্যের কাছে, সময়ের অজুহাতে।
অনেকেই তার কাছে, পারিশ্রমিকের মাধ্যমে কাজ করে নিয়ে গেলেও শেখার জন্য আগ্রহ প্রকাশ করেনি কেউ, তাই আগামী প্রজন্ম নিয়ে চিন্তিত তিনিও।
তার সূচ সুতোর সাথে বন্ধুত্ব , একেবারে ছেলেবেলায়। বাবা ফণীময় কাষ্ঠ সে সময় সারা বাংলার মধ্যে জাতীয় পুরস্কার পেয়েছিলেন হস্ত চালিত তাঁতে জামদানির বুননের ডিজাইনে। সেটা, অনুপ্রেরণা হিসাবে বাপের বাড়ি থেকে নিয়ে আসা, তবে তা আরও সচল হয় দাদুর শশুরের অসাধারণ চিত্র শিল্প দেখে। ছবির আলোছায়া সুচ সুতোর ফোঁড়ে প্রাণবন্ত হয়ে ওঠে বিখ্যাত চিত্রশিল্পী তার শশুর মশাই সুকুমার সেনের বিভিন্ন সিনারির চিত্রদেখে । বর্তমানে তার স্বামী এবং মেয়ে এ বিষয়ে তাকে এখনো অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। সিনারি বাদেও
রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিভিন্ন মনীষীদের পোর্ট্রেট তৈরি করেছেন। সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর একটি পোর্ট্রেট তৈরি তিনি তার নিজের যোগ্যতায়, একদিন তুলে দিতে পারবেন মহারাজা দাদার হাতে, এমনই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন।
তবে গত মাসে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে ইমামি আর্ট গ্যালারিতে প্রদর্শিত তার হাতের দুটি সত্যজিৎ রায়ের প্রোট্রেট বিখ্যাত আর্ট কালেক্টর পরিমল রায়ের সহযোগিতায় প্রদর্শিত করতে পেরেছেন।
এছাড়াও বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব কৌশিক চট্টোপাধ্যায় সীমা মুখোপাধ্যায় বিভাস চক্রবর্তী চন্দন সেনকে নিজে হাতে তুলে দিতে পেরে তিনি আপ্লুত।
শর্মিলা ঠাকুর, সুচিত্রা সেন ,কানন দেবী সহ বহু নারী চরিত্র তার শিল্পকর্মের দৃষ্টান্তমূলক নিদর্শন।
তবে আজ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কয়েকদিনের আগে হাতে নেওয়া, সত্যজিৎ রায়ের চারুলতার নায়িকা মাধবী মুখোপাধ্যায়ের একটি পোর্ট্রেট শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আজ এই বিশেষ দিনে।