সিকিমের লাচেন ও লাচুং এ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণে উন্মুক্ত ।

Social

নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন উন্মুক্ত । সাধারণ মানুষের জন্য উন্মুক্ত’র সদস্যবৃন্দরা সারা বছরই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন ।উন্মুক্তের অনেক সদস্যই আছেন যারা প্রত্যেক বছরই ব্যক্তিগতভাবে দূরে ভ্রমণের জন্য যান। তাই বলে কি সেই সময়টুকু সেবামূলক কাজ বন্ধ থাকবে ? সদস্যরা যদি চান যেখানে বেড়াতে যাবেন সেখানকার অসহায় বাচ্চা বা মানুষদের পাশে দাঁড়াতে পারেনছু সদস্য এবছর ঘুরতে যেতে চান সিকিমের লাচেন এবং লাচুং এ। কিন্তু ওখানে গিয়ে কিভাবে কাজ করা সম্ভব ? উন্মুক্তের সদস্যদের মাথায় আসছিল না । ঠিক তখনই উন্মুক্ত সিকিম পুলিশের দায়িত্ব প্রাপ্ত এক পদাধিকারী বুদ্ধা হাং সুববা’র সাথে যোগাযোগ করে। ঠিক সেই মতো তাকে সম্পূর্ণ বলা হয় এবং তিনি সম্পূর্ণ দায়িত্ব নেন সিকিমের কর্মসূচি কিভাবে করা হবে,তিনিই একটি বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

সিকিমের দুটি জায়গায় এই সামাজিক কর্মসূচি তারা গ্রহণ করেন করে একটি হলো লাচেন এবং আরেকটি হল লাচুং ।সেইমতো ৮ই ডিসেম্বর লাচেন এর কিছু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা সামগ্রী সহ কিছু খাদ্য দ্রব্য ।

২য় কর্মসূচি অনুষ্ঠিত হয় ৯ই ডিসেম্বর সিকিমের লাচ্ছুংএ । তবে সীমান্তবর্তী হওয়ায় এই কর্মসূচির জন্য অনুমতি নিতে হয় ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে । একটি গ্রামে সেখানে কিছু বাচ্চাদের হাতে তোলা হয় পড়াশোনা সামগ্রী এবং খাদ্য সামগ্রী । উন্মুক্তর তরফ থেকে উপস্থিত ছিলেন অসীম রায় উন্মুক্ত তত্ত্বাবধায়ক, সদস্য নিতাই পাল, রাজা পাল, সুব্রত সহ আরো অন্যান্যরা।

Leave a Reply