মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের অন্তর্গত বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মন্দিরে সারা বছর শনি মঙ্গলবার সাধারণ পুজো হলেও , ফাল্গুন মাসে প্রত্যেক শনি মঙ্গলবারের পুজো চলাকালীন গোটা মাস জুড়ে চলে মেলা। আশেপাশের বিভিন্ন গ্রাম শুধু নয় শহর এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন ঘটে এই মেলা কে কেন্দ্র করে। তবে এই মেলায় , বিভিন্ন খাদ্য খাবার বাচ্চাদের খেলনা ঘর সাজানোর টুকিটাকি যাবতীয় বিক্রির জন্য বিক্রেতারা আসলেও, বিগত ৩০ বছর ধরে চাঁদু ঘোষ নামে বিশেষ ধরনের বাঁশি বিক্রেতা প্রতিবছর নিয়মিত বাগদেবী মায়ের ফটো, এবং পোড়ামাটির তৈরি বিশেষ ধরনের বাঁশি বিক্রি করে আসছেন।
এর আগেও, এক বয়স্ক ব্যবসায়ী এই বিশেষ ধরনের বাঁশি বিক্রি করতেন, বয়সের ভারেই হয়তো তাকে আর এই মেলায় দেখা যায় না।
স্থানীয় নাম ছাগল বাঁশি। চাঁদু বাবু জানান অন্যান্য জায়গায়, মেলায় গেলেও এই বিশেষ উপকরণটি শুধুমাত্র বাগদেবী মেলার ক্ষেত্রেই বিখ্যাত। ভক্তরাও বিশেষত বয়স্করা , পুজো দিতে এসে তাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যর জন্য এই উপহারটি কিনে নিয়ে যান। যদিও এখন চাঁদুবাবু বাদেও আরো দুই একজন, এই বাঁশি বিক্রি শুরু করেছেন। তবে, প্রতিবছর মেলায় এসে সাধুবাবু কে অনেক ভক্তরাই চিনে গেছেন,তাই তার বিক্রি সবার উপরে।