দেবু সিংহ,মালদা:-হস্ত শিল্পীদের আয়ের লক্ষ্যে সোনাঝুরি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন।মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার পৌরসভার ২০ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে সোনাঝুরি হাটের আয়োজন।
মঙ্গলবার বিকেলে মালদা শহরের মহানন্দা শিশু উদ্যানে আয়োজন করা হয় সোনাঝুরি হাটের।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বল করে সোনাঝুরি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, উদ্যোক্তা কাউন্সিলর দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার, গৌতম দাস পূজা দাস সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা।
আগামী ২০ তারিখ সাত দিন ধরে চলবে সোনাঝুরি হাট। রাজ্যের বিভিন্ন জেলার শতাধিক শিল্পী তাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন সোনাঝুরি হাটে। কাপড়, কাঠের তৈরি আসবাবপত্র সহ ঘর সাজানোর সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
এর পাশাপাশি মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।