Nadia : গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নাবালিকা

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার নবদ্বীপে যথেষ্ট চঞ্চল ছড়ায় ১৭ বছর বয়সী রিয়া বর্মন এক নামে এক নাবালিকার ঝুলন্ত উদ্ধার ঘিরে। ওই নাবালিকার

বাড়ি নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের গাদিগাছা, কাঠাল তলা,এলাকায়।

পরিবার সুত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক দশটায় পরিবারের লোকজন দেখতে পায় বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ঐ নাবালিকা। মহেশগঞ্জ গ্রমীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

আজ ময়নাতদন্তের জন্য শক্তি নগর হাসপাতালে পাঠালো পুলিশ।সামগ্রিক ঘটনায় শোকের ছায়া পরিবারে।

Leave a Reply