মলয় দে নদীয়া :- আজ থেকে শুরু হল নদীয়ার কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা। বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে আজ ১০ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পাঁচ দিন ধরে চলবে এই কুম্ভ মেলা।
মোট ১৩টি আখড়া ও ৪টি সম্প্রদায় যুক্ত রয়েছে এই মেলায়। ১৩ই ফেব্রুয়ারি শাহি স্নান হবে গঙ্গায়।
এবছর কুম্ভস্নানে কয়েকশো নাগা সাধু ও সনাতন ধর্মের বিভিন্ন আখড়া থেকে আনুমানিক ২০০০ সাধু সন্তরা হাজির হবেন । পুষ্প বৃষ্টি হবে হেলিকপ্টার থেকে। ধর্মগুরুরা জানাচ্ছেন ৭০৪ বছর বাদে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে।
১০ ফ্রেব্রুরারি থেকে ১৪ ফ্রেব্রুরারি পর্যন্ত এই কুম্ভের আয়োজন করা হয়েছে । এর জন্য তৈরি হয়েছে কমিটি। তারমধ্যে সাধুরা যেমন আছেন, তেমনই রয়েছেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান। জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন এই মেলার সঙ্গে যুক্ত রয়েছে ।