পূর্ণিমার ভরা কোটালের দাপটে দীঘা,মন্দারমণিতে প্রবল জলোচ্ছ্বাস

Social

দীঘা: পূর্ণিমার ভরা কোটালের দাপটে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। সঙ্গে তীব্র বেগে বইছে ঝোড়ো হাওয়া। শুধু দিঘা নয়, একই দৃশ্য লক্ষ্য করা গিয়েছ মন্দারমনি, শঙ্করপুর ও তাজপুর সহ সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। ফলে সকাল থেকেই জলোচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছে বেড়াতে আসা পর্যটকেরা। ভিড় বাড়ছে দিঘা সহ প্রতিটি সমুদ্রতটে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ৷ রয়েছে উদ্ধারকারী দলও৷ সতর্কতার জন্য চলছে মাইকিংও।

এদিকে প্রবল জলোচ্ছ্বাসের জেরে দিঘা মেরিন ড্রাইভের গাড়োয়াল টপকে লোকালয় জল ঢুকে পড়ছে। ইতিমধ্যে প্রায় ১০ ফুট উচ্চতার জল লোকালয়ে ঢুকে পড়ছে। জলের তলায় রাস্তাও৷ ফলে পূর্ণিমার ভরা কোটালের দাপটে আচমকা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দিঘা সংলগ্ন গ্রামগুলিতে৷ প্রশাসন অবশ্য জানাচ্ছে, ভয়ের কিছু নেই৷ কয়েক ঘণ্টা পরেও কোটাল সরে গেলে নেমে যাবে জলস্তর৷ তবে যেভাবে দিঘা, শঙ্করপুরের একাধিক গ্রামে সামুদ্রিক জল ঢুকে পড়েছে তাতে সবজি, ধান এবং মৎস্য চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্বভাবতই স্থানীয়দের মনে বিষাদের ছায়া।

এদিকে এই সময় যারা দীঘা, মন্দারমনি কিংবা তাজপুর, শঙ্করপুর বেড়াতে এসেছিলেন তারা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে রীতিমতো উচ্ছ্বসিত।

Leave a Reply