অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত তৃতীয় বর্ষের জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২- ২৩ প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম করিমপুরের নন্দিতা

Social

মলয় দে নদীয়া :- নদীয়া জেলার করিমপুরবাসীর গর্বের মেয়ে নন্দিতা হালদার। অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত তৃতীয় বর্ষের জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২- ২৩ প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছে সে। করিমপুর আনন্দ পল্লীর সাধারণ এক পরিবারের মেয়ে নন্দিতা হালদার করিমপুর পান্না দেবী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পিতা নবকুমার হালদার দারিদ্র্যের সাথে লড়াইয়ের জন্য রয়েছেন মহারাষ্ট্রে। মাতা লিপিকা হালদার তার মেয়েকে নিয়ে স্বপ্নে ভাসছেন। সরকার যদি তাদের পাশে দাঁড়াই তবে তার মেয়ে অনেক দূর এগোতে পারে ,এইরকম ভাবনা পোষণ করেন নন্দিতার মা। স্বর্ণপদক জয়ী নন্দিতা তার দু চোখে আন্তর্জাতিক খেলার স্বপ্নে ভাসছে।

Leave a Reply