মলয় দে, নদীয়া:- সাধারণ মানুষের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে নবদ্বীপ শহরের যগুনাথ তলা মোড়ে অংকন এর মাধ্যমে সচেতনতামূলক প্রচার পৃথিবী ফাউন্ডেশন নামক এক সামাজিক সংগঠনের।
শুক্রবার গভীর রাতে নবদ্বীপ পৌরসভার ৩ এবং ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থল শহরের অন্যতম প্রাণকেন্দ্র যগুনাথ তলা মোড়ে নবদ্বীপের একটি সামাজিক সংগঠন পৃথিবী ফাউন্ডেশনের সদস্যরা রীতিমতো তিন ঘণ্টা ধরে রাস্তার মাঝে এঁকে ফেললেন অংকন এর মাধ্যমে করোনা বিষয়ক সচেতনতা।
মানুষের মধ্যে যাতে আরও বেশি ছড়িয়ে পড়ে করোনা নিয়ে অযথা আতঙ্ক নয়, সতর্ক থাকার বার্তা দিতেই এহেন কাজ করে পৃথিবী ফাউন্ডেশন এর সদস্যরা।