নদীয়ায় দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো মাউথ অর্গান কনসার্ট

Social

মলয় দে নদীয়া:- বাদ্যযন্ত্রের মধ্যে সর্বকনিষ্ঠ মাউথ অর্গান হারমনিকা বলেই পরিচিত। ছোট্ট এই যন্ত্রটিতে ফু দিয়ে অনায়াসেই দূর করা যায় মনের বিষাদ। তবে বিগত দিনে, হারমনিকা ব্যবহার লক্ষ্য করা গেলেও, প্রশিক্ষণের অভাবে সাধারণ মানুষের নাগালে ছিলো না।

এরকমই এক কঠিন পরিস্থিতির মধ্যে শান্তিপুরের শাওন পাল, বিষয়টি অনুধাবন করে। অত্যন্ত আগ্রহের এই বিষয়টি নিজের চেষ্টাতেই, পরবর্তী কালে বেশ কিছু মানুষের এবং সামাজিক মাধ্যমে দেখে পরিপূর্ণতা লাভ করে।
শান্তিপুরের দু তিনজনকে নিয়ে শুরু করে হারমনিকা প্রশিক্ষণ কেন্দ্র।
করোনা পরিস্থিতির মধ্যে সকলেই যখন গৃহবন্দী, শান্তিপুরের শাওন পালের অনলাইন প্রশিক্ষণ নিতে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুরোধ আসে। একে একে ৫৪ জন ছাত্রছাত্রীতে নিয়মিত অনুশীলন চলে। যাদের মধ্যে অনেকের বয়স প্রশিক্ষকের থেকে অনেক বেশি, শিশু থেকে গৃহবধূ , কর্ম ব্যস্ত বিভিন্ন পেশায় যুক্ত থাকা থেকে অবসরপ্রাপ্ত সকলেই এখন বিভিন্ন মঞ্চ কাঁপাচ্ছেন ছোট্ট এই যন্ত্রটি দিয়ে।
গত ২৮ এবং ২৯ শে জানুয়ারি শান্তিপুর দেশবন্ধু ক্লাবে অনুষ্ঠিত হলো তাদের কনসার্ট। প্রথম দিনে শান্তিপুর নৃত্তমের নাচ, সাংস্কৃতিকের নাটক, এবং বেশ কিছু হারমোনিকা বাদকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গতকাল শেষ দিনে উপস্থিত ছিলেন, বিখ্যাত হারমনিকের শিল্পী গৌরব দাস, ফকিরা ব্যান্ডখ্যাত তিমির বিশ্বাস।
সকলকে সংবর্ধিত এবং অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সম্মানিত করা হয়। মনের অক্সিজেনের খোরাক জোগাতে হারমোনিকা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক, এমনই আকাঙ্ক্ষা নিয়ে সমাপ্ত হয় এই অনুষ্ঠান।

Leave a Reply