মলয় দে নদীয়া :-বিজেপি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলর সদস্য মিঠুন চক্রবর্তী নিজেকে অবশ্য ক্যাডার বলেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশি। তবে আজ নদীয়ার বগুলার আইটিআই কলেজের মাঠে বিজেপি কর্মী সমর্থকদের ঢল নামলেও, অনেকটাই যে ব্যক্তিগত মহাগুরু মিঠুন চক্রবর্তীর শুভাকাঙ্ক্ষী প্রমাণ মিললো বারে বারে , সিনেমার ডায়লগ বলার অনুরোধে।
উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, নদীয়া দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি সহ-সভাপতি তথা সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অসীম বিশ্বাস, মহাদেব সরকার, মহিলা নেত্রী ফাল্গুনী পাত্র।
প্রথমদিকে কিছুটা রাজনৈতিক বক্তব্য হলেও মিঠুন চক্রবর্তী আসার পর, রাজ্য বিজেপি সভাপতি বাংলার প্রকৃত গর্ব মিঠুন বলে আখ্যায়িত করেন। তার বক্তব্যের মধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং বিভিন্ন জেলা ও স্থানীয় রাজনৈতিক ইস্যু থাকলেও। মিঠুন চক্রবর্তী অবশ্য তার অভিনয়ের ভঙ্গিমায়, আর পাঁচটা শো এর মত দর্শকদের মাতিয়ে রাখার কায়দায়, সরকারি আবাস যোজনাকে ইস্যু করেন। আসন্ন পঞ্চায়েতে যে এই আবাস যোজনা দুর্নীতি ইস্যু হতে চলেছে তা বোঝা গেছে বারংবার উপস্থাপিত হওয়ার কারণে। তবে সংসদ নির্বাচন নয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়লাভ হলে পশ্চিমবাংলার কোন ঘর কাঁচা থাকবে না, এমন প্রতিশ্রুতিও দিতে দেখা গেলো তাকে।