শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেলে খোলা তার ! প্রাণ গেলো এক আদিবাসী শিশু কন্যার, এলাকায় শোকের ছায়া

Social

মলয় দে নদীয়া :-পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে দুদিন বাদেই শ্রাদ্ধ। আর সেই কারনে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিলো। সন্ধ্যার সময় বাড়ির এবং প্রতিবেশী আত্মীয়দের ছেলেমেয়েরা একসাথে খেলা করছিলো, ইলেকট্রিকের খোলা তারে হঠাৎই মৃত্যু এক চার বছরের শিশু কন্যার।

অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বানকপাড়ায়। জানা যায় মৃত ওই শিশু কন্যার নাম রাখি সরদার। অত্যন্ত অভাবী সংসারের খরচ যোগাতে পিতা প্রশান্ত সরদার রাজ্যের বাইরে কাজ করে, রাখির এক দাদা এবং মা রয়েছে। প্রশান্ত সরদারের প্রতিবেশী এক ভাইয়ের বাড়িতে প্যান্ডেলে শিশুরা খেলার মাঝে হঠাৎই দেখে, মাটিতে শুয়ে কাজ যাচ্ছে রাখি। এরপর গরম দুধ খাইয়ে তৈরি করি শান্তিপুর হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় বৈদ্যুতিক , কাজকর্ম করার গাফিলতিতেই এই দুর্ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply