মালদা ২১ জানুয়ারী: বেহাল রাস্তা অবসান, অবশেষে ঢালাই রাস্তা নির্মাণ কাজের শুরু হল চাঁচল নং ব্লকের ভাকরি জিপির গোরকপুর দক্ষিনপাড়া এলাকায়। দীর্ঘ দিন ধরে এলাকাবাসী বেহাল রাস্তার দাবিতে বিভিন্ন মহলে স্মারকলিপি তো দিয়েছিলেনই, চালিয়ে গিয়েছিলেন আন্দোলনও। অবশেষে জেলা পরিষদের উদ্যোগেই বেহাল রাস্তার অবসান ঘটল মঙ্গলবার। এদিন প্রায় ০৯ লক্ষ ৮০ হাজার বরাদ্দ অর্থে ২০০ মিটার দৈর্ঘ্যের রাস্তাটির র্শিলান্যাস করেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। এদিনের শিলান্যাস কে কেন্দ্র করে উক্ত স্থানের গ্রামবাসীদের ঢল পড়ে। রাস্তার কাজ শুরুতে আপ্লুত হয় গ্রামবাসী।
কর্মাধক্ষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। কৃষি কর্মাধ্যক্ষ বলেন, এলাকায় রাস্তা,পানীয় জল সহ নানান প্রকল্পের সুবিধাগুলি আমরা জেলাপরিষদের মাধ্যমে পৌছে দেওয়ার চেস্টা করব।