সোশাল বার্তা,নদীয়া: অভিনব ভাবে জন্মদিন পালন করলো নদীয়ার ভীমপুরের যুবক সৌভিক কুন্ডু। নিজের জন্মদিনে অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচাদের হাতে তুলে দিল বিভিন্ন উপহার সামগ্রী।
জানা যায় ভীমপুরের বাসিন্দা সৌভিক কুন্ডু এবারে তার জন্মদিন একটু ভিন্ন রকম ভাবে পালন করতে চায়। বন্ধুদের কাছে তার এই ইচ্ছা ব্যক্ত করেন। শেষ পর্যন্ত বন্ধুদের নিয়ে সোজা হাজির হয় নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানে।
কৃষ্ণনগর ঐকতান এর অবৈতনিক শিক্ষা কেন্দ্রে প্রায় ৮০ জন পড়ুয়া রয়েছে। সারা বছর ধরে চলে এখানে তাদের সহপাঠক্রমিক কার্যাবলী। কচিকাঁচাদের যোগাসন, নাচ, গান, অঙ্কন শেখানো হয় সংগঠনের পক্ষ থেকে। এই ছোট ছোট বাচ্চাদের হাতে সৌভিক ও তার বন্ধুরা তুলে দেয় শিক্ষা সামগ্রী-খাতা, কলম, পেন্সিল, কেক সহ বিভিন্ন সামগ্রী।
এই প্রসঙ্গে সৌভিক জানায়, নিজের জন্মদিনে ওদের এই উপহার গুলো দিতে পেরে খুব ভালো লাগছে।
সংস্থাটির পক্ষ থেকে কেক কেটে সৌভিকের জন্মদিন পালন করে।