নদীয়ার কৃষ্ণনগরে লরির তলায় চাপা পড়ে মৃত সাইকেল আরোহী

Social

রমিত সরকার, নদীয়া:  নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে শনিবার সন্ধ্যার পরে কৃষ্ণনগরের স্টেশন সন্নিকট অঞ্চলে ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা, যে পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক সাইকেল আরোহী।

জানা যায় সেগুন বাগানের দিক থেকে আসা একটি লরির পিছনের চাকাটি ওই সাইকেলে আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় বলে। মৃত ব্যক্তির নাম গোকুল দুর্লভ বয়স আনুমানিক ৫৫ তিনি স্থানীয় একটি কাঠ মিলে লোডারের কাজ করতেন কাজ শেষ করে তিনি বাড়ির পথে রওনা হচ্ছিলেন তার বাড়ি বড়ইহুদার দিকে। কাছেই একটি পৌষকালী পুজো চলায় স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

প্রতক্ষদর্শী সুত্রে জানা যায় সাইকেল আরোহী সেগুনবাগানের দিকে যাচ্ছিলেন তখনি বিপরীত দিক থেকে আসা লরিটিকে দেখে তিনি সাইড দিতে যান ও পাশে থাকা ভাঙা ইটের স্তুপে সাইকেলের সামনের চাকা উঠে যায় ও ভারসাম্য সামলাতে না পেরে তিনি রাস্তায় পরে যান‌। এই সময়ে লড়িটা এগিয়ে আসে ও তার মাথার উপর দিয়ে চালিয়ে দেয় ও লড়িটি গৌড়ীয় মঠের দিকে এগিয়ে যায় । যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান গোকুল। মৃতদেহ বেশ কিছুক্ষন রাস্তায় পরে থাকে ও পরে পুলিশের তৎপরতায় দেহটিকে তুলে নিয়ে যাওয়া হয় ।
পরে স্থানীয় পুলিশের উদ্যোগে লরিটিকে পাওয়া গেলেও লরির চালক পলাতক বলে জানা গেছে।

Leave a Reply