মালদার রতুয়াতে শুরু হল সুরক্ষা কবজ কর্মসূচি

Social

দেবু সিংহ মালদা: মালদার রতুয়া-১ ব্লকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল দিদির সুরক্ষা কবজ কর্মসূচির।

শুক্রবার সকাল ১১টা নাগাদ রতুয়া স্ট্যান্ড তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মহাশয়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া-১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অজয় সিনহা, সহ-সভাপতি শামীম আক্তার, তৃণমূল নেতা আব্দুল তোয়াব, তৃণমূল নেতা আব্দুল ওহাব সহ অন্যান্যরা। বিধায়ক সমর মুখার্জী
বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার শুরু হবে সারা রাজ্য ও মালদার পাশাপাশি রতুয়া ব্লকেও।

সাংসদ বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার চালাবেন। ছয়টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হবে। স্বাস্থ্য সাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভান্ডারসহ ছয়টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোন মানুষ যাতে কোন প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাই খতিয়ে দেখতে দিদির দূতেরা খতিয়ে দেখবেন বিভিন্ন গ্রামে।

Leave a Reply