মলয় দে, নদীয়া :-আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল ট্রেন থেকে ৭৪ বোতল বিদেশী মদ উদ্ধার করল রানাঘাট জিআরপি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা।
ঘটনায় তপন কুমার সাউ ও অশোক চৌহান নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুর প্রায় পৌনে দুটোর আপ ট্রেন রানাঘাট দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার হয়।
রানাঘাট জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে।