নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পৌর কর্মীরা

Social

মলয় দে নদীয়া :-৭৫ মাইক্রনের নীচে ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়িক মহল , সমাজের সকল স্তর থেকে সাধারণ সভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে, আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলেও,আজ বড়বাজার এবং নতুনহাট অঞ্চলে নিষিদ্ধ ক্যারি প্যাক করতে গিয়ে বাধার সম্মুখীন হয় শান্তিপুর পৌরসভা। বিক্ষুবদের দাবি এ ধরনের সামগ্রিক যেখানে তৈরি হচ্ছে সেখানে বন্ধ না করে সাধারণ মানুষকে, সমস্যায় ফেলার কোনো মানে হয় না। অন্যদিকে পৌর প্রতিনিধিরা জানান, সে দেখার বিষয় কেন্দ্র এবং রাজ্য সরকারের। দায়িত্ব শুধু পৌর এলাকায় প্লাস্টিক মুক্ত করা।

নতুনহাট এবং বড়বাজার দুটি ক্ষেত্রেই তীব্র উত্তেচনা দেখা যায়।নতুনহাট অঞ্চলে একটি দোকান থেকে, ৬ বস্তা আনুমানিক ৭০০০ টাকার প্লাস্টিক বাজেয়াপ্ত করতে গেলে, তারা তা আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে।

Leave a Reply