অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ” School to community” মহেশপুর শক্তিসংঘের রক্তদান শিবিরে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র – ছাত্রীদের নিয়ে গঠিত ” ইচ্ছে করে ” গ্রুপ কে নিয়ে শিবিরে আগত রক্তদাতা ,ব্লাড ব্যাংকের অধিকারিকগণ ,অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ ও শক্তি সংঘের সদস্যবৃন্দকে সামাজিক ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া রাখি পরিয়ে বিদ্যালয় ও সমাজের মেলবন্ধন করে ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এর সাথে সামাজিক ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতার উদ্যোগ গড়ে তোলা হয়।প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান আমার বিদ্যালয়ের কচি কাঁচাদের নিয়ে এমন মনোরম পরিবেশে সমাজের বৃহত্তর অংশের মানুষের মধ্যে সামাজিক ও পরিবেশ সচেতনতার মানবিক প্রয়াস কে বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে শক্তিসংঘের কর্তৃপক্ষকে হার্দিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ভাবে বিদ্যালয় এবং সমাজের মেলবন্ধনের মাধ্যমে সামাজিক ও পরিবেশ সমস্যার গুলি কাটিয়ে ওঠা সম্ভব।