মলয় দে নদীয়া :- ৩৮ তম নদিয়া জেলা বইমেলা এবছর প্রথম শান্তিপুরে। সেই কারণে বইপ্রেমী সাধারণ মানুষের সাথে, খুশি খুদে পড়ুয়ারাও।
প্রতিদিনের মতো আজ তৃতীয় দিনেও দুপুর দুটোর সময় বইমেলার প্রধান গেট খুলে দিতেই, ছাত্র-ছাত্রীদের ভীড়। কোন বেসরকারি বিদ্যালয় নয় ! শান্তিপুর দুর্গা মনি শ্রী পাঠশালার ৩২ জন ক্ষুদে পড়ুয়ারা ব্যাপক উচ্ছাস উদ্দীপনার মধ্যে দিয়ে হই হই করে ঘুরে বেড়ায় বিভিন্ন স্টলে, মূল মঞ্চে তখন আবৃত্তি প্রতিযোগিতা চলছিলো। কিছুটা সময় তা দেখে, মাঠের মধ্যে সু বিশাল জায়গায় খেলাধুলা রোদ পোহানো খুনসুটি সেরে, স্কুলের লাইব্রেরির জন্য বই কেনা।
বই পড়ুয়ারা জানায়, বাবা মায়ের সাথে এখনো আসা হয়নি। আজ এসে বিভিন্ন দোকান ঘুরে, কেনার তালিকা হয়ে গেছে প্রস্তুত। পরের দিন বাবা মার সাথে এসে, ইনার পরিকল্পনার কথা জানায়।
মেলা কমিটির সদস্য প্রতিম সেন জানান, প্রত্যেক বিদ্যালয় কে আমন্ত্রণ জানানো হয়েছিলো, অনেকেই হয়তো অভিভাবকদের সাথে এসেছে, সঙ্গবদ্ধভাবে এই প্রথম। ছোট ছোট বইপ্রেমীদের ভিড়ে আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
দুর্গা মনি শ্রী পাঠশালার শিক্ষিকা স্বাগতা মুখোপাধ্যায় জানান, স্কুলের আজ শেষ পরীক্ষা, তাদের কাছ থেকেই বায়না উঠে এসেছিলো বইমেলা ঘোরানোর। আজ চতুর্থ শ্রেণীর 32 জন কে আনা হয়েছে, আগামীতে বিভিন্ন ক্লাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বইমেলা ঘুরিয়ে দেখানো হবে। প্রত্যেকের জন্য টিফিন হিসেবে লুচি মাংস নিয়ে আসা হয়েছে, স্কুল থেকে। ব্যক্তিগতভাবে বই কিনে দেওয়া সম্ভব না হলেও, বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বেশ কিছু বই কেনা হয়েছে তাদের হাত দিয়েই।