মলয় দে নদীয়া:- রানাঘাটা পুলিশ জেলার উদ্যোগে কল্যানী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিভিল সার্ভিস পরিক্ষার প্রস্তুতি নিয়ে সেমিনার।
উপস্থিত ছিলেন সিভিল সার্ভিস পশ্চিমবঙ্গ সরকারের চেয়ারম্যান সুরজিৎ পুর কায়স্ত, রানাঘাট পুলিশ সুপার সায়ক দাস,ও কল্যানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এদিন বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিঃ অমিত কুমার বসু।
রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক আশা প্রকাশ করে বলেন আজ জেলার শহর এবং প্রত্যন্ত গ্রাম থেকে আগত ছাত্র-ছাত্রীদের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে যে তারা অনুপ্রাণিত হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষায় মূলত তথ্যগত বেশ কিছু সমস্যা ছাড়া, খুব বেশি অসুবিধা থাকে না ছাত্র-ছাত্রীদের। তাই এ ধরনের বিভাগের বিশদ আলোচনার সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় এই সংক্রান্ত বিভিন্ন তথ্য। কর্মশালার শেষে ছাত্র-ছাত্রীরাও উৎসাহের সঙ্গে বলেন, এখানে নিয়মিত কোচিং এর ব্যবস্থা এবং বিভিন্ন তথ্য পেয়ে তারা উপকৃত।