সোশ্যাল বার্তা: পোষ্টার কম্পেটিশন হল যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে। উদ্দেশ্যে, পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কোন পোষ্টারে লেখা ‘বায়ু দূষণ রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’, আবার কোথাও পোষ্টারে লেখা ‘জলই জীবন জলই প্রাণ, জল বাঁচাতে হাত লাগান’, কোথাও আবার ‘বিশুদ্ধ বায়ু, সুপেয় জল, নির্মল পরিবেশের ফল’। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে পরিবেশ রক্ষার বার্তা দিতে পোষ্টার কম্পেটিশনের আয়োজন করা হয়। ৫০ জন ছাত্র-ছাত্রী তাদের তৈরি পোষ্টার নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ বাড়াতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃতও করা হয়। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র, অধ্যাপক ডঃ মৃণাল কান্তি দে, বাজকুল কলেজের অধ্যাপক ডঃ পিযূষ দন্ডপাঠ, মুগবেড়িয়া কলেজের অধ্যাপক ডঃ বিধানচন্দ্র সামন্ত, অধ্যাপক ডঃ সঞ্জীব দে, অধ্যাপক প্রজ্ঞা ভট্টাচার্য প্রমুখ।