মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর দালালপাড়া লেন নবীন পল্লী নিবাসী সোমনাথ বিশ্বাস নৈহাটি তে রিলায়েন্স সিকিউরিটি গার্ডের কর্মরত প্রতিদিনের মতো গত শনিবারও শান্তিপুর রেলওয়ে সংলগ্ন দেবনাথ সাইকেল গ্যারেজে তার ১৮০ সিসি সাদা রংয়ের টিবিএস Apache RTR গাড়িটি রেখে যায় এবং রবিবার সকালে তিনি গাড়িটি গ্যারেজে আনতে গেলে তার গাড়িটি আর খুঁজে পাওয়া যায় না। এবং অনেক খোঁজাখুঁজির পর গাড়িটি না পাওয়াই স্বাভাবিক তিনি ভেঙে পড়েন সেই মুহূর্তে পাশের গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তার গাড়িটি গ্যারেজ থেকে একজন অপরিচিত ব্যক্তি নিয়ে বেরিয়ে যায়।
সেই মুহূর্তে সোমনাথ বাবু ও তার পিতা সাধন বিশ্বাস ও গ্যারেজ কর্তৃপক্ষ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতেই শান্তিপুর থানার পুলিশ অভিযান চালায় এবং খুব দ্রুতগতির সঙ্গে শান্তিপুরের ফুলিয়া থেকে ৭২ ঘণ্টার মধ্যে গত মঙ্গলবার রাতে অভিযুক্ত সহ গাড়িটিকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসে, ও বুধবার সকালে সোমনাথ বাবুকে ফোন করে জানায় যে একটা গাড়ি শান্তিপুর থানায় নিয়ে আসা হয়েছে গাড়িটি তাদের কিনা দেখে যাওয়ার জন্য, তার পরিবার তৎপর থানায় গিয়ে যোগাযোগ করে এবং দেখে তাদেরই গাড়ি গাড়িটির নাম্বার প্লেট খুলে নেওয়া হয় তবুও শান্তিপুর পুলিশ প্রশাসন এত দ্রুততার সঙ্গে গাড়ি গাড়িটিকে পুনরুদ্ধার করার জন্য শান্তিপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে, অন্যদিকে গ্যারেজ মালিকদের পক্ষ থেকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয় শান্তিপুর থানা্র পুলিশ কর্মীদের। তারা বলেন দীর্ঘ ৫০ বছরের বিশ্বাস নষ্ট হতে বসেছিলো এই ঘটনাটির জন্য। তবে এর পরবর্তী সময়ে আরো বেশি সজাগ হওয়ারও উপলব্ধি করেছেন তারা।
অন্যদিকে একের পর এক চুরির ঘটনায়, আতঙ্কিত শান্তিপুর বাসো পুলিশ প্রশাসনের এ ধরনের তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জানা ধৃত ওই ব্যক্তি, বর্তমানে বিচারাধীন অন্যান্য ঘটনার সাথে তার কোন যোগ সাদৃশ্য আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।