বৃষ্টি উপেক্ষা করে ৪৫ কিমি মোটর সাইকেল চালিয়ে মুমূর্ষ রোগীর রক্তদানে শিক্ষক

Social

সোশ্যাল বার্তা: সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । সরকার সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার,শনিবার ও বুধবার লক ডাউন ঘোষণা করেছে । গতকাল অর্থাৎ ২২ জুলাই ২০২০ নদীয়া জেলার শক্তিনগর জেলা হাসপাতালে এক মুমুর্ষ রোগী হাঁসখালীর বাসিন্দা সুকেশ বিশ্বাস রক্তের প্রয়োজন হয় । ২১ শে জুলাই রক্তে হিমোগ্লোবিন কমে গেলে ভর্তি হন শক্তিনগর হাসপাতালে। সেই মুহূর্তে ব্লাড ব্যাংকে ওই গ্রুপের রক্তের জোগান না থাকায় । খবর পান ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সদস্যবৃন্দ।

গ্রুপের সভাপতি ওসমান গনি খান সহ সবাই রক্তের জন্য ডোনার খোঁজাখুঁজি শুরু করেন ।

বতর্মানের এই করোনা ভয়াবহ পরিস্থিতিতেও রাজ্যজুড়ে সাধারণ মানুষের সেবায় কাজ করে চলেছে তারা । অনেকের গ্রুপ মিললেও চারিদিকের পরিস্থিতির জন্যে অনেকেই রক্ত দিতে যেতে রাজি হচ্ছেন না বলে আক্ষেপ করলেন সংগঠনের সভাপতি োসমান গনি খান।

এই খবর শুনতে পান কৃষ্ণগঞ্জ ব্লকের ইবিএস এর সক্রিয় সদস্য পিনাকী মজুমদার ।

তারপর সংগঠনের সভাপতি ওসমান বাবুর সঙ্গে যোগাযোগ করেন । পিনাকী বাবুর একজন প্রিয় অঙ্কের শিক্ষক দুর্গাপুর বাড়ী অরূপ বিশ্বাস রাজি হন এবং বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েন ।

পুরো বৃষ্টির মধ্যে ৪৫ কিমি রাস্তা পার করে গতকাল ব্লাড ব্যাংক এ পৌঁছান ও রক্তদান করেন । রক্ত পেয়ে এখন সুস্থ রোগী ।অসময়ে রক্ত পেয়ে খুশী রোগীর পরিবার ।

গ্রুপের সভাপতি ওসমান গনি খান জানান – মানুষের পাশে এইভাবে থাকতে পেরে আমরা খুবই খুশি, এভাবেই আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ সবার পাশে থাকতে চায় ,মানুষের সেবায় ।

Leave a Reply