মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বাইশ বছরের যুবতী মেয়ে হঠাৎই, জেটিঘাট থেকে লাফ দেয় গঙ্গায়। তড়িঘড়ি ঘাটে জলসথী কর্মী মিন্টু মাহাতো, এক মাঝির সহযোগিতায় তাকে উপর থেকে ছোড়া দড়ি দেয় ধরতে প্রথমে তা কিছুটা ফলপ্রসু হলেও পরবর্তীতে , তলিয়ে যায় ওই যুবতী। এরপর জনসাথী কর্মী এবং মাঝি দুজনের নেমে পড়ে জলে ।তাকে টেনে তোলে পাড়ে। গঙ্গার ঘাটের নিয়মিত আসা অপরিচিত এক যুবতী পথ চলতি এক মোটরসাইকেল চালকের সাথে ওই যুবতি কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় , নাম ঠিকানা জানা সম্ভব হয়নি তবে, সংবাদকর্মীর সোশ্যাল মিডিয়ায় পোস্টের ফলে , পরিবারের সদস্য পৌঁছান হাসপাতালে । তার কিছুটা পরে তার জ্ঞান ফেরে।
জানা যায় ওই যুবতীর নাম গীতা মুখার্জী বয়স ২২ বাবা অঞ্জন মুখার্জি। মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়ে গত দু’বছর আগে বিবাহ হওয়ার এক মাসের মধ্যেই অশান্তির কারণে ফিরে আসে বাপের বাড়ি।তার সেই থেকেই শ্বশুরবাড়ির সাথে একটি অশান্তি চলছিলো, বিচারাধীন কোর্টের। অঙ্কিতার মায়ের দাবি অনুযায়ী আগামী কাল কোর্টের ডাক পড়ায়, তার স্বামী মেয়েকে কেস তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিলো ফোন করে, বাড়িতে কাউকে না জানে অঙ্কিতা আত্মহত্যার জন্য চলে যায় গঙ্গায়। আগেও একবার বধু নির্যাতনের জন্য গ্রেফতার হয়েছিলো, বধূ নির্যাতনের জন্য। এবারেও শাস্তির দাবি করি , ফোনে হুমকি দিয়ে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্য। ঘটনাস্থলে এবং হাসপাতালে উপস্থিত হয়ে শান্তিপুর থানার পুলিশ।