ভ্রমনে যাচ্ছেন সাবধান ! ফাঁকা ঘরে তাণ্ডব চালিয়ে সোনা রুপার গহনা নগদ টাকা চুরি

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র কাশ্যপপাড়া রোডের দীর্ঘদিনের বাসিন্দা অরূপ সাহা , স্ত্রী দিপালী সাহা এবং একমাত্র সন্তানকে নিয়ে গত ১১ তারিখে বেড়াতে যান সিকিম। যাওয়ার সময় শুধুমাত্র বাইরের গেটের তালার চাবি দায়িত্ব দিয়েছিলেন এক ভাইকে, পরিচারিকা এসে সকালে বাইরে পরিষ্কারের কাজকর্ম করে চলে যেতেন।

গতকাল সকালে তারা দেখেন, ঘরে ঢোকার মূল দুটি প্রবেশদ্বারের তালা ভেঙে পড়ে রয়েছে নিচে। তাৎক্ষণিক খবর দেন পরিবার প্রধান অরূপ সাহা কে। তারা আজ সকালে ফিরে দেখেন, ঘরের দেওয়াল আলমারি, লোহার আলমারীর লকার ভেঙে সমস্ত ঘর তছনছ করে আনুমানিক ৪ ভরি সোনার গহনা, বেশ কিছু রুপোর গহনা এবং নগদ অর্থ নিয়ে গেছে দুষ্কৃতীরা। পরিবারের পক্ষ থেকে আজ শান্তিপুর থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ খতিয়ে দেখে যান গোটা বিষয়টি। পরিবারের আন্দাজ, অত্যন্ত ঘনিষ্ঠ কেউ এ বিষয়ে সরাসরি যোগাযোগ না থাকলেও, পরোক্ষভাবে মদত করেছে না হলে ঘরের আলো জ্বালিয়ে বিভিন্ন জায়গায় থাকা দা ছেনি হাতুড়ি জোগাড় করে তা দিয়ে আলমারি ভাঙ্গার দীর্ঘক্ষণের প্রয়াস সম্ভব হত না। তবে নির্দিষ্ট ভাবে কাউকে দোষারোপ করতে পারছেন না, আশেপাশে ও সিসি ক্যামেরা না থাকার কারণে তদন্ত যে বেশ খানিকটা জটিল তা মানছেন তারাও। তবে পায়ের ছাপ এবং ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের হাতের ছাপ থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা সে বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আর্জি জানিয়েছেন তারা। প্রতিবেশীরাও স্তম্ভিত এ ধরনের ঘটনায়। তারাও অনুমান করছেন এটি প্ল্যান ডাকাতি ছাড়া আর কিছু নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply