মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর দত্তপাড়ার শিবচন্দ্র পাল লেনে অমর আচার্য্যর বাড়িতে গত ৬ই নভেম্বর রাত থেকে বাড়ির উঠানে একটি চারচাকা গাড়ি কে বা কেউ রেখে গেছেন। অমর বাবুর ওই ফাঁকা জায়গাটিতে নিজের গাড়ি রাখেন। প্রতিবেশীরাও অনেকেই মাঝে মাঝে গাড়ি রাখেন সে কারণে তিনি কোন সন্দেহ করেননি, অন্যদিকে ভেবেছেন বিখ্যাত রাসে সকলের বাড়িতেই প্রায় অতিথি আসে সেই কারণে হয়তো কেউ রেখে গেছে।। তবে রাসের আগে থেকে রাখা গাড়ি রাশ অতিক্রান্ত হওয়ার তিনদিন কেউ কোনো খোঁজ খবর না নেওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন।
এই বিষয়ে তিনি প্রতিবেশী শান্তিপুর পৌরসভার সিএসসি মেম্বার শুভজিৎ দে, পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জি সহ প্রতিবেশী বেশ কয়েকজনকে জানান। এমনকি যারা গাড়ি মাঝে মধ্যে রেখে থাকেন তাদের বাড়িতে গিয়ে তিনি খোঁজ খবর নেন অমরবাবু। অবশেষে শনিবার বিষয়টি শান্তিপুর থানার লালটু ঘোষকে জানালে, তিনিও পুলিশ আধিকারিক পাঠিয়ে প্রথমে খোঁজখবর নেন, অবশেষে ওই গাড়িটি উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসার ব্যবস্থা করেন।
বেওয়ারিশ এই গাড়ির সামনে কিছুটা অংশ ভাঙ্গা থাকায়, গাড়ির মধ্যে খালি মদের বোতল দেখে পুলিশের সন্দেহ আরো তীব্র হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, ওই এলাকারই বাসিন্দা তুষার নন্দী নামে এক ব্যক্তি, ওই গাড়ির দাবি করলেও তার নিজের নামে কোন কাগজপত্র দেখাতে পারেননি।
বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে এই গাড়িটি নিয়ে যাওয়ায় অমর বাবু সহ প্রতিবেশীরা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলেই জানিয়েছেন আমাদের। তাদের আশঙ্কা বড়সড়ো কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটে থাকলে তার দায় ভার,কে নিতো? পুলিশ এসে গাড়ি নিয়ে যাচ্ছে বলে তুষার নন্দী এখন গাড়ির দাবিদার হয়েছেন কিন্তু বিগত সাত দিনের মধ্যে একবারও অমরবাবুর অনুমতি তো দূরে থাক ন্যূনতম জানানোর প্রয়োজন বোধ করেননি।