মলয় দে নদীয়া :-রূপান্তর কামীরা আজও সমাজের পিছিয়ে পড়া বর্গের মানুষের মধ্যেই পড়ে আমাদের সুশীল সমাজের বাঁকা চোখের চাহনিতে। কিন্নর সমাজ ঐতিহাসিক যুগ থেকে বর্তমান কাল অবধি অবহেলিত। কিন্তু তাদেরও যে মন আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, সেটা মানুষ ভুলে গেলেও তারা বারবার মনে করিয়ে দেয় বিভিন্ন সমাজসেবী কাজের মধ্যে দিয়ে। তাদের সংগঠন রানাঘাট সম্প্রীতি সমস্ত মানুষের দিকে তাকিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই করোনা কাল থেকে। কখনো বস্ত্র দান অন্ন দান পথ শিশুদের খাবার ব্যবস্থা থেকে আজ কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজয়া সম্মেলনী। সমস্ত দিক দিয়ে তারা প্রমাণ করেছেন যে তারা সমাজের অন্যতম প্রধান অঙ্গ এই জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি, পৌর পার্ষদ সদস্যা নিবেদিতা বাসু মুখার্জি এবং সমাজের সমস্ত স্তরের গুণীজনেরা।
