মদন মাইতি: পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বারাঙ্গা বাজার ICDS school এ সোমবার সকালে এলাকাবাসীরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখায়।
এলাকাবাসীর অভিযোগ,পড়ুয়াদের খাবার অতি নিম্নমানের দেওয়া হয়, মুরগি ডিমের জায়গায় হাঁসের ডিম খাওয়ানো হয়, রেশন জাতীয় দ্রব্যে পোকা ধরা যা বাড়ির গবাদিপশু পর্যন্ত খায় না সেই রেশন দ্রব্য দিয়ে স্কুলে রান্না হয়। এবং বাচ্চার মা অনুপস্থিত থাকলে তার বাড়ির লোকজন এলে তাকে খাওয়ার দেওয়া হয় না।পাশাপাশি স্কুলে একজনই দিদিমণি রয়েছে তিনি রান্নাও করেন, যার ফলে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। যদিও এই সমস্ত অভিযোগ অভিযোগ অস্বীকার করেছে স্কুলের দিদিমণি জাহানারা বিবি,এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।