মলয় দে,নদীয়া: নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনির বাসিন্দা পিনু আইনের কন্যা উর্মি আইন বুধবার বিকেলে ঘরে সিলিং ফ্যানের সাথে কাপড় গলায় জড়িয়ে আত্মহত্যা করে।
জানা যায় কুড়ি বছর বয়সী ঊর্মি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিন বিকাল আনুমানিক চারটে নাগাদ ঘরে একা থাকার সময় সে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার বাবা পিনু আইন জানান, অর্থাভাবে মেয়ের খুব বেশি চিকিৎসার ব্যবস্থা করতে না পারলেও মাঝে মধ্যে তাকে চিকিৎসার কাছে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। মাঝেমধ্যেই আত্মহত্যা করবে বলে চেষ্টা করে, সেই কারণে তাকে ছাড়া খুব একটা বাড়ি থেকে ফাঁকা রেখে যাওয়া হয় না, কিছুটা সময় বিকেলে প্রয়োজনীয় কাজে যাওয়ার জন্য আজ আর শেষ রক্ষা হলো না।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, ডেথ সার্টিফিকেট নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।