অষ্টমী কালী পুজোয় নজর কাড়া মন্ডপ ও প্রতিমা

Social

 

মদন মাইতি, পটাশপুর: কোভিড ভীতি কাটিয়ে দীর্ঘ দু-বছর পরে এবছর উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। বাঙালি তার প্রাণের উৎসবের আনন্দটুকু চেটে পুটে নিতে ফাঁক রাখছে না এতটুকু।

কালী পুজোর শেষে অষ্টমী কালী পুজোর উদ্ধোধন হয়ে গেল পটাশপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।

এ বছর পটাশপুরের পুরুষোত্তমপুর বার্নিং সান ক্লাবের পুজো ২৭ তম বর্ষে পদার্পণ করেছে। মন্ডপ ও প্রতিমায় নজরকাড়া চমক এনেছে তারা। মন্ডপ তৈরি হয়েছে তুলো দিয়ে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অষ্টমী কালী পুজোর শুভ উদ্বোধন করেন পটাশপুর ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না পট্টনায়েক।

সংস্থার কর্মকর্তা প্রনব কর জানান, এবছরে তাদের বাজেট রয়েছে প্রায় ৮ লক্ষ টাকা । শনিবার থেকে বুধবার ৫ দিন ব্যাপী পুজোর আয়োজনে রয়েছে রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা সহ একাধিক সামাজিক কর্মসূচি।

প্রতন্ত গ্রামঞ্চলের মধ্যে নজরকাড়া এমন তুলোর প্যান্ডেল ও আলোর শো দেখতে পাশ্ববর্তী এলাকা থেকেও পুজোর প্রতিদিনই প্রায় দশ থেকে বারো হাজার মানুষের ঢল নামবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply