মদন মাইতি,দীঘা: একদিকে যেমন কালীপুজোর আনন্দের ধারা, অন্যদিকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার রাত থেকে পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। বইছে ঝড়ো হাওয়া।
এরাজ্যে সিত্রাং-এ প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই মতো সতর্কতা জারি করেছে প্রশাসন। সতর্ক রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্র থেকে ফিরে এসেছে মত্স্যজীবিরা। অন্যদিকে, উত্তাল দিঘার সমুদ্র। সোমবার কালীপুজোর দিক থেকে ভাইফোঁটা বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন ছুটি।
এই সময় অনেকেই দিঘায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু এবছর সিত্রাং সব পণ্ড করে দিল। দিঘায় জলোচ্ছাস দেখার মতো পর্যটক নেই বললেই চলে। এককথায় পর্যটক শূন্য দিঘা। খা-খা করছে হোটেলগুলি। একদিকে পর্যটক নেই অন্যদিকে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করে কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের।
খেজুরি সমুদ্র বাঁধ এলাকায় পাঁচুরিয়া বহুমুখী আশ্রয় কেন্দ্রে মানুষকে রাখা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় পুলিশি টহল চলছে। সোমবার সকাল থেকে দিঘা ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে গাড়োয়াল লাগোয়া দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। সমুদ্র সৈকতে যাওয়া নিষেধ।