চীনা লাইট মোমবাতিকে পেছনে ফেলে আবারো সামনের সারিতে আসতে চলেছে মাটির প্রদীপ

Social

মলয় দে নদীয়া :- ধর্মীয় অনুষ্ঠান হোক বা হাল ফ্যাশন সর্বদা পরিবর্তনশীল। তবে একটি বৃত্তাকারে, অভিনবত্বের শিখরে পৌঁছে আবারো সাবেকিয়ানায় ফিরে যেতে চায়, নতুনত্বের খোঁজে। অন্ধকার দূর করে আলোর রোশনাই সকলের কাছে পৌঁছানো দ্বীপান্বিতা অমাবস্যার কালীপূজা। শব্দবাজি নিষিদ্ধ হওয়ার পর উৎসবের আতশ বাজির ব্যবহার বৃদ্ধি পায়।

অন্যদিকে মাটির প্রদীপকে দূরে সরিয়ে প্রথমে দেশীয় বৈদ্যুতিকটুনি লাইট তারপর বিভিন্ন ধরনের স্বল্পমূল্যের আকর্ষণীয় চীনা লাইট। তবে মাঝে মোমবাতি অবশ্য আজও ক্ষিণ ভাবে জ্বলে রয়েছে। উত্থান পতন কিছুই নেই। বাজার আবারো ঘুরতে চলেছে, নতুনত্বের ছোঁয়াতে আধুনিক ডিজাইনে। পোড়ামাটির বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদীপ এখন ঘর সাজানোর প্রধান উপকরণ। আজ ১৪ প্রদীপ দেওয়া এবং বাড়ি আলোময় করে তোলার জন্য রেকর্ড পরিমাণে বিক্রি বিভিন্ন ধরনের মাটির প্রদীপ। এক টাকা থেকে শুরু করে দেড়শ দুইশো টাকা পর্যন্ত।

Leave a Reply