মদন মাইতি,দীঘা: আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা জুড়ে মেঘলা আকাশ। উপকূলের পর্যটন স্থলে কড়া পুলিশী নজরদারি চলছে।
গতকাল সন্ধ্যায় জেলায় তিন কোম্পানি কেন্দ্রীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দল এসে পৌঁছেছে হলদিয়া কাঁথি ও রামনগরে তাদের রাখা হয়েছে আজ বাহিনী প্রশাসনের নির্দেশমতো হলদিয়া নন্দীগ্রাম খেজুরি কাঁথি , রামনগরের বিভিন্ন এলাকায় জনসচেতনতার উদ্দেশ্যে মাইকিং করবে। ইতিমধ্যে ট্রলার সহ সমস্ত মৎস্যজীবী সমুদ্র থেকে ফিরে এসেছে।
দীঘা, মন্দারমণি, খেজুরির তালপাটি, নয়াচর উপকূল থানা গুলিতে কন্ট্রোল রুম ও ব্লক গুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নুলিয়া ও ডিজাস্টার ম্যানেজমেন্টকে সতর্ক থাকতে বলা হয়েছে। আয়লা সেন্টার, স্কুলগুলো ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। শুকনো খাবারও মজুত রাখা হয়েছে।
হলদিয়াস্থিত ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard) গভীর সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করছে ও ফিরে আসার জন্য প্রচার চালাচ্ছে।
বাহিনীর পশ্চিমবঙ্গের ডিআইজি পঙ্কজ ভার্মা জানিয়েছেন, প্রায় সমস্ত মাছ ধরার ট্রলার গতকালই ফিরে এসেছে।এক দুটি যেগুলো রয়েছে সেগুলো আজ ফিরছে। আজ সমুদ্রে উত্তাল হবে। আগামীকাল সকালের দিকে ঘুর্ণিঝড় বাংলাদেশ মুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।