সোশ্যাল বার্তা: বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটিএ গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের বেতন বঞ্চনা এবং নিজেদের সম্মান অর্জনের জন্য দীর্ঘ দুই বছর ধরে আন্দোলন করে চলেছে। তবে শুধুমাত্র আন্দোলনে সীমাবদ্ধ না থেকে এগিয়ে এসেছে বিভিন্ন সেবামূলক কাজে । করোনা মহামারী ও আফফান দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা।
অরাজনৈতিক এই শিক্ষক সংগঠনটি সরকারের ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিটিএ তার সীমিত সামর্থ নিয়ে।
রবিবার বিজিটিএ বাঁকুড়া জেলার পক্ষ থেকে সিমলাপাল ব্লকের মেমোলি গ্রামের আদিবাসী পরিবার গুলিকে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সংগঠনের শিক্ষকবৃন্দ । উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিজিটিএ’র সাধারণ সম্পাদক অভিজিৎ দাস সহ
রামস্বরূপ নায়ক, বিকাশ পান,
অশোক গড়াই, অয়ন দাস, বিদ্যুৎ পাত্র সহ জেলার বিভিন্ন সদস্য-সদস্যাবৃন্দ ।
সংগঠন এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান “বিজিটিএ এক অনন্য শিক্ষক সংগঠন যা মানবিকতার পাশাপাশি গ্র্যাজুয়েট শিক্ষকদের দাবি আদায়ে দৃঢ় ভাবে সংগ্রাম করে চলেছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি । যত দ্রুত সম্ভব আমাদের সমস্যার সমাধান করার জন্য।”
শিক্ষক সংগঠনের এই ভূমিকায় খুশী আদিবাসী সম্প্রদায়ের মানুষ ।