কলে জলের বদলে বেরাচ্ছে আগুন ! ঘটনার জেরে আতঙ্কে গ্রামে

Social

মদন মাইতি: কলে জলের বদলে বেরাচ্ছে আগুন ! ঘটনার জেরে আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। বুধবার এমনই অবাক ঘটনার সাক্ষী থেকেছেন পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার রায়পুর এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে গ্রাম তো বটেই, চারিপাশে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য৷ আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনের কর্তারা৷ আসে দমকলও৷

এক স্থানীয় বাসিন্দা বলেন, “গত দু’দিন ধরে জল নেওয়ার সময় কল থেকে গ্যাস বের হচ্ছিল। প্রথমে কিছু বুঝতে পারিনি। আজ সকালে জল নিতে গিয়ে দেখি পাম্পের মুখ দিয়ে জলের বদলে আগুন বের হচ্ছে! স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়ি৷ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি৷’’ বিষয়টি মুহূর্তে ছড়িয়ে যায়৷ আতঙ্কে অনেকে এক কাপড়ে গ্রাম ছাড়তে শুরু করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রশাসনের কর্তারা৷ তড়িঘড়ি পাম্পটি বন্ধ করে বস্তা চাপিয়ে দেওয়া হয়৷

সূত্রের খবর, চণ্ডীপুর বিধানসভার রায়পুরে রয়েছে এই পাম্প৷ দুদিন আগে জলের বদলে গ্যাস বের হতে থাকে। প্রথমে গ্রামবাসীরা বিষয়টি ততটা গুরুত্ব দেয়নি। বুধবার দুপুর থেকে পাম্প থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। তারপরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। অনেক বাসিন্দা বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয় বাড়িতে রওনা দিয়েছেন৷ ঘটনাস্থলে আসেন বিডিও৷ তাঁর উপস্থিতিতে পাম্পটি বস্তা চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়৷ যদিও এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply