ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। দিঘায় শুরু মাইকিং

Social

মদন মাইতি: ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। দিঘায় শুরু মাইকিং। সতর্ক প্রশাসন। প্রসঙ্গত, মঙ্গলবার আছড়ে পড়বে সিত্ৰাং। এর অভিমুখ ওড়িষ্যা উপকূল হয়ে বাংলার সুন্দরবন বা বাংলাদেশ উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভবনা রয়েছে । সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। আজ তা নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার থেকে সাগরে ক্রমশই শক্তি বাড়াবে নিম্নচাপটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

মৎস্যজীবীদের সতর্ক করতে দীঘায় শুরু হয়েছে মাইকিং। মৎস্যজীবীদের আগামী ২২ তারিখের মধ্যে নিকটবর্তী উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। ২৩ তারিখ থেকে পরের নির্দেশিকা না আসা পর্যন্ত মৎস্য শিকারে বেরোনোর ক্ষেত্রে জারি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত হতে পারে ধান চাষ। সেই সময় ধানের শিষ বেরয়। ঘূর্ণিঝড়ের ফলে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ধান বেরোনোর সময় ঘূর্ণিঝড় হলে ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শীতকালীন সবজি বেরোনোর চাষের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা করছেন সব্জি চাষিরা।

একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে অমাবস্যা। জোড়া ফলায় প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বাড়তি নজরদারি পূর্ব মেদিনীপুরের নিচু বাঁধগুলোতে।

Leave a Reply