জি এস টি নিয়ে সেমিনার

Social

দেবু সিংহ,মালদা : গুডস এন্ড সার্ভিস ট্যাক্স নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে।
বুধবার বিকেলে সেমিনারে উপস্থিত ছিলেন, দপ্তরের জয়েন্ট কমিশনার নিহার রঞ্জন মন্ডল, ডেপুটি কমিশনার অয়ন রায়, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা।

রাজ্য সরকারের উদ্যোগে ব্যবসায়ীদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ব্যবসায়ীদের ট্যাক্স জমা দেওয়ার আবেদন জানিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় বাণিজ্য ভবনে।
এই বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, জিএসটি চালু হওয়ার আগে ব্যবসায়ীদের ট্যাক্স পেন্ডিং রয়েছে তা অল্প টাকা দিয়ে জমা ট্যাক্স জমা করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের দিকে তাকিয়ে বিশেষ ছাড় ঘোষণা করেছেন। ব্যবসায়ীদের ট্যাক্সের ছাড় ৩১মার্চ তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে। এরমধ্যে ব্যবসায়ীরা ট্যাক্স জমা করলে মোট ট্যাক্সের যা অর্থ তার ২৫ শতাংশ দিলেই সম্পূর্ণ ট্যাক্স জমা পরবে। ব্যাবসায়ীদের
বিশেষ ছাড় দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Leave a Reply