মাস্ক পরাতে ময়দানে নদিয়ার করিমপুর থানার পুলিশ, গ্রেফতার ৩৫

Social

মলয় দে, নদিয়া:- পুলিশ দেখে কেউ গেঞ্জি দিয়ে মুখ চাপা দিলেন। কারো আবার মুখ চাপা দেওয়ার জন্য কিছুই নেই। মাস্ক না পারার অভিযোগে প্রায় ৩৫ জনকে আটক করে এদিন গাড়িতে তুললো নদিয়ার করিমপুর থানার পুলিশ। গত বছর যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে তখন বাজারে মাঠে-ময়দানে পুলিশের ঝড়ো ব্যাটিং দেখে ছিল গোটা বাংলা। এবার ফের নদীয়ার রাস্তায় কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে পুলিশ। এদিন সন্ধ্যায় নদিয়ার করিমপুর বাস স্ট্যান্ড, বাজারসহ বিভিন্ন এলাকায় বিডিও এবং এসডিপিওর উপস্থিতিতে অভিযানে নামে করিমপুর থানার পুলিশ।

পাশাপাশি কয়েকজনকে দেখা যায় পুলিশ দেখলেই মুখে চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এসবের মধ্যেই করিমপুর থানার পুলিশ প্রায় ৩৫ জনকে আটক করে গাড়িতে তোলে। এদিনের এই মাস্ক অভিযানে উপস্থিত ছিলেন তেহট্টের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি, ছিলেন করিমপুর ১ নম্বর ব্লকের বিডিও অনুপম সরকার, এছাড়াও ছিলেন করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিন্টু সরকার সহ সমস্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স রা। তবে পুলিশ সূত্রের খবর, মাস্ক সম্পর্কে সচেতনতা ফেরাতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় ধরপাকড় চলছে পুরোদমে।

Leave a Reply