মলয় দে নদীয়া :-মৃত্যুর পরেও জন্মদিন পালন!গত বছর তার ছেলের প্রাণ কেড়ে নেয় মারণ রোগ ক্যান্সার। আজ তার জন্মদিন উপলক্ষে ছেলের স্মৃতির উদ্দেশ্যে মাজদিয়া রথ তলা হিন্দু মিলন মন্দির ভারত সেবাসংঘে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এলোপ্যাথিক ওষুধ বিতরণের আয়োজন করলেন তার বাবা। কৃষ্ণনগরের এক বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় এই আয়োজন করা হল নদীয়ার মাজদিয়ায়। স্বাভাবিকভাবেই এই মহৎ উদ্দেশ্যের ফলে উপকৃত হবেন একাধিক দু:স্থ মানুষ। এই কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে শামিল হয়েছেন একাধিক তরুণ প্রজন্মেরা বলে জানা যায়।
ক্যান্সার একটি মারণ রোগ, সঠিক সময় সঠিক চিকিৎসা না করলে এর হাত থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব বলেই জানা যায় চিকিৎসা মহল থেকে। প্রতিবছর দেশের বহু মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। ঠিক তেমনই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন দীপঙ্কর মোদক। তারি অকাল প্রয়াণে শোকাহত তার পরিবারসহ বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনেরা। এবছর তার জন্মদিনের দিন তারই স্মৃতির উদ্দেশ্যে এই মহৎ কর্মকাণ্ডের আয়োজন করলেন তার বাবা। ছেলের আত্মার শান্তির কামনার্থেই তিনি এই আয়োজন করেছেন বলেই জানা যায়।
মাজদিয়ায় এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের সঠিক চিকিৎসার অভাবে একাধিক শারীরিক ব্যাধিতে ভুগতে হয় দিনের পর দিন। আর্থিক অভাবের কারণে প্রয়োজন মতো ওষুধটুকু কিনে খেতে পারেন না তারা। তাদের কথা ভেবেই নিজের ছেলের স্মৃতির উদ্দেশ্যে এমন মহান কর্মকান্ড দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই ভারত সেবা সংঘে আয়োজন করা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ।