নদীয়ায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী

Social

মলয় দে নদীয়া :- পারিবারিক অশান্তির জেরে নদীয়ার নবদ্বীপে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামীকে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম সেখ। বয়স আনুমানিক ৫২ বছর। বাড়ি নবদ্বীপ ব্লকের মহিশুরা উত্তর পাড়া গ্রামে। জানা যায় গতকাল বুধবার গভীর রাতে অভিযুক্ত ইব্রাহিমকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে বধু নির্যাতন ৪৯৮ ক, ৩২৪, ৩২৫, ৩০৭ খুনের চেষ্টা ও ৩৪ আই পি সি ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গত ১০ই সেপ্টেম্বর সাংসারিক অশান্তির জেরে নির্যাতিতা গৃহবধূ ইমামুন বিবিকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগ ওঠে স্বামী ইব্রাহিম শেখের বিরুদ্ধে। এরপর হাসপাতালে চিকিৎসা করিয়ে নবদ্বীপ থানায় নির্যাতিতা গৃহবধূ ইমামুন বিবি স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত পলাতক থাকায় গতকাল বুধবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়েই অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। আজ অভিযুক্তকে নবদ্বীপ আদালতে পাঠানো হয়।

Leave a Reply