সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদনে, পথে পৌরসভার মুখ্য প্রশাসক

Social

মলয় দে, নদীয়া :-দিনে দিনে নদীয়ার রানাঘাটে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। তবুও মাস্ক ও শারিরীক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সাধারণ মানুষের এক শ্রেণীর মধ্যে চরম শিথিলতা। মাস্ক কেউ কেউ পরছেন না, আবার কেউ পরলেও তা থুঁতনিতে নেমে যাচ্ছে।

শুক্রবার রানাঘাটের করোনা পরিস্থিতি দেখতে বের হন রানাঘাটের মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় ।তিনি রানাঘাট বাজারে সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন। । যারা মাস্ক পরেননি তাদেরকে তিনি মাস্ক  পরার জন্য অনুরোধ করেন। যাদের মাস্ক নেই তাদেরকে পৌরসভার পক্ষ থেকে তৎক্ষণাৎ বিনামূল্যে মাস্ক দেওয়া হয়।

পৌরসভার মুখ্য পৌর প্রশাসকের এহেন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে রানাঘাটবাসী।

Leave a Reply