সিপিআইএম এর এরিয়া কমিটির উদ্যোগে ৭০০ প্রান্তিক পরিবার বর্গের নতুন বস্ত্র প্রদান

Social

মলয় দে নদীয়া :-নদীয়া সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির উদ্যোগে গতকাল শান্তিপুর কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে দুঃস্থ প্রান্তিক মহিলাদের মধ্যে পাঁচশতর অধিক শাড়ি বিতরণ করা হয়। শান্তিপুরের ব্যবসায়ী বন্ধু, পার্টি দরদী থেকে সাধারণ মানুষের থেকে সংগৃহীত অর্থ ও শাড়ি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য কয়েকদিনের মধ্যেই আরও দুই শতাধিক শাড়ি বাগআঁচড়া ও গয়েশপুর অঞ্চলের মানুষের মধ্যে বিতরণ করা হবে জানা গেছে দলীয় সূত্রে।

উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শিবাজী কর, শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ, সহ বিভিন্ন নেতৃত্ব।

Leave a Reply