মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বাগচীর বাগানে ছোট্ট একটি মুদির দোকান চালান প্রদীপ দাস। শারদ উৎসব উপলক্ষে পরিবার নিয়ে খাওয়া দাওয়া বেড়াতে যাওয়া নানান জনের নানান প্ল্যান থাকলেও , প্রদীপবাবুর সারা বছরের পরিকল্পনা প্রান্তিক পরিবারের বস্ত্রদানের সংখা বাড়ানো। লকডাউনের মধ্যে মানুষের করুণ পরিস্থিতি দেখে ২০২০ সালে এ ধরনের চিন্তা-ভাবনা বাস্তবায়িত করে সে। প্রথম ১০০ জন দিয়ে শুরু করলেও এবার তৃতীয় বছরে সংখ্যা দাঁড়িয়েছে ৩০০।তার স্ত্রী মাম্পি দাস বলেন, দোকানের পরিত্যক্ত ডিমেট্রে বিস্কুটের পেটি গুড়ের টিন এগুলো বিক্রি করে হাত খরচ হিসেবে তার স্বামী তাকে দিতেন, মাম্পি দেবীর মনে হয়েছে মুখে হাসি ফুটলে তবেই স্বার্থক হয় উৎসব। ভাসুরের এবং নিজের মিলিয়ে বাড়িতে দুটো বাচ্চা আছেঋ, তাদের এখন থেকে মানুষের পাশে থাকার শিক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রদীপবাবু বলেন, ছোটবেলায় আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছি, এক সময় কিছুই ছিল না, অর্থই অনর্থের কারণ। তাই যে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তার ইচ্ছা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো। সারা বছর ব্যবসায়িক কারণে সময় দিতে পারি না, তবে উৎসবের এই দুটো দিন ওদের সাথে কাটাতে পারলে ভালো লাগে। আজ বিশেষভাবে সক্ষম ১০০ জনকে নতুন বস্ত্র দেওয়া হয়েছে ,আজ ২০০ প্রান্তিক পরিবারের হাতে তুলে দেওয়া হবে।