দেবু সিংহ,মালদা-দক্ষিণ দিনাজপুরের কর্মসূচির উদ্দেশ্যে আজ ভোরবেলা মালদা টাউন স্টেশনে পদাতিক এক্সপ্রেসে এসে পৌঁছান মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শহরের একটি বেসরকারি হোটেলে বিশ্রাম নিয়ে এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারা।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তাদের স্বাগত জানানোর জন্য জেলা বিজেপির কার্যকর্তারা মালদা স্টেশনে আগেই পৌঁছে গিয়েছিলেন। ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুরমু। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির বিভিন্ন পদাধিকারের সাথে প্রাক পূজা সম্মিলানিতে অংশগ্রহণ করবেন মিঠুন চক্রবর্তী। তারপর সেখান থেকে একটি পূজা উদ্বোধন করে মালদায় ফিরে আসবেন । যদি সময় থাকে তাহলে মালদার জেলা কার্যলয়ে যাবেন সেখানে দুই মালদার কর্মীদের সাথে আলোচনা করে ।তারপর রাতেই তিনি কলকাতা ফিরে যাবেন।