স্বেচ্ছাসেবী সংগঠনের বছরের প্রথম দিন শুরু হলো রাস্তার ভবঘুরে মানুষের পাশে থেকে 

Social

সোশ্যাল বার্তা:”নতুন বছর ভালো থাকুক তারা,এই শীতে ফুটপাতে রাত কাটায় যারা”এই বার্তা দিয়েই বছরের প্রথম দিনে রাত ১০ টায় অনেকেই যখন লেপের তলায় তখন নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের ইচ্ছেপূরণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌঁছে গেছিল সেই অসহায় মানুষ গুলোর পাশে। যারা কেউ রাস্তার পাশে,কেউ স্টেশনে,কেউ কোনো পরিত্যক্ত বাড়িতে,,আরো বিভিন্ন জায়গায় এই কনকনে শীতে কষ্ট পাচ্ছিল ।

সংগঠনটির সোশ্যাল মিডিয়ায় একটি পেজ আছে সেই পেজের সাহায্যে অনেক মানুষের সহযোগিতায় তাদের গ্রুপের সদস্য রা দায়িত্বের সহিত,ওই কম্বলগুলি তাদের গায়ে দিয়ে উষ্ণের পরশ দেওয়ার চেষ্টা করেন।

রাত ১২ টা পর্যন্ত তারা বাইক নিয়ে মাজদিয়া, কৃষ্ণগঞ্জ, চৌগাছা, চন্দননগর, ডাকাত কালী, বানপুর আরো বিভিন্ন জায়গায় তারা এই কম্বল বিতরণ করে। প্রায় ২০ জন সদস্য এই মহান কাজে উপস্থিত ছিলেন।

গ্রুপের একজন জানান,
“অসহায় মানুষের পাশে থাকায় আমাদের কাজ, তাদের মুখের হাসি আমাদের ইচ্ছেপূরণ। সবার সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব নয়,সবাই এগিয়ে এসেছিল বলেই আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি আগামীতে আরো এই রকম অনেক ভালো কাজ করতে পারবো।”

Leave a Reply