মলয় দে নদীয়া :-অসমের বঙ্গাইগাঁও থানা এলাকায় এটিএম কার্ড জ্বালিয়াতির ঘটনায় গ্রেপ্তার করা হয় ২ যুবককে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুই যুবকের নাম সঞ্জীব বসাক, শুভ বসাক। বাড়ি পূর্ব বর্ধমানের সুমুদ্রগড় হাট সিমলা গ্রামে।
মোবাইল টাওয়ার লোকেশন ট্যাগ করে গতকাল শনিবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ থানার পুলিশের সহযোগিতায় নবদ্বীপ ধাম স্টেশন এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে অসম পুলিশ। রবিবার ধৃতদের নবদ্বীপ আদালতে পেশ করা হয়। জানা যায়, সেখান থেকে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে অসমের বঙ্গাইগাঁও থানায়। অসম পুলিশ সূত্রে জানতে পারা যায়, সম্প্রতি অসমের বঙ্গাইগাঁও থানা এলাকায় নকল এটিএম কার্ড চক্রের সন্ধান পায় পুলিশ। এরপর তদন্তে নেমে বেশ কিছু দুষ্কৃতীর নাম উঠে আসে। তাঁদের মধ্যে অন্যতম এই দুই অভিযুক্তদের। শনিবার দুপুরে বঙ্গাইগাঁও থানার এক সাব ইন্সপেক্টরের নেতৃত্বে তিন সদস্যের পুলিশ দল নবদ্বীপ থানায় আসে। এরপর সন্ধ্যা নাগাদ স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের সমুদ্রগড় হাট-সিমলা গ্রামের বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে।