পশ্চিমবঙ্গ ল ক্লার্ক এসোসিয়েশনের কৃষ্ণনগর ফৌজদারি ইউনিটের পক্ষ থেকে প্রান্তিক মানুষদের সহযোগিতা

Social

মলয় দে নদীয়া :-সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত ,যার শিকার আমাদের দেশ ভারত বর্ষ, চারিদিকে লকডাউন কাজকর্ম বন্ধ ,আদালত বন্ধ ,আদালতের ল-ক্লার্করা কর্মহীন, সেই সময় পশ্চিমবঙ্গ ল- ক্লার্ক অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর ফৌজদারি ইউনিটের পক্ষ থেকে আজ ১৭ই মে ইউনিটের ১৫০ জন সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।

কৃষ্ণনগর ফৌজদারী ইউনিটের সম্পাদক স্মরজিত গোস্বামী ও অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে আজ চতুর্থ দফায় এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেন।এর ফলে ১৫০ জন সদস্যের পরিবারের কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। কৃষ্ণনগর ফৌজদারি ইউনিটের সম্পাদক স্মরজিত গোস্বামী সহ সকল সদস্যদের সর্বভারতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ হইতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

পশ্চিমবঙ্গ ল ক্লার্ক এসোসিয়েশনের কৃষ্ণনগর ফৌজদারি ইউনিটের পক্ষ থেকে প্রান্তিক মানুষদের সহযোগিতা।সংগঠনের সম্পাদক স্মরজিত গোস্বামী জানান, “ইতিপূর্বে তিনবার তাদের সদস্যদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, আজকের এই কর্মসূচি তাদের চতুর্থবারের কর্মসূচি।”

Leave a Reply