বিয়ের জন্য জমানো অর্থ দান হবু দম্পতির

Social

ওয়েব ডেস্ক: চার হাত এক হওয়ার অপেক্ষায় পাত্র ও পাত্রী। বিয়ের আর খুব বেশি দেরি নেই। কিন্তু করোনা আতঙ্কে অনুষ্ঠান বন্ধ ।

পাত্র অরিজিৎ পাল, আর পাত্রী সঙ্গীতা ঘোষ। দু’জনেরই বাড়ি বর্ধমানের জামালপুরের আবুজহাটি এলাকায় । অাগামী ১৭ এপ্রিল বিয়ে করছেন অরিজিৎ ও সঙ্গীতা। তাঁদের এই বিয়ের দিন আগে থেকেই চূড়ান্ত ফেলেছিলেন পরিবারের লোকেরা।

মাস দুয়েক আগে থেকেই অনুষ্ঠান তোড়জোড় চলছিল দুই বাড়িতেই। শুধুমাত্র বিয়ের কার্ড ছাপানোই শুধু নয়, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীদের নিমন্ত্রণ করাও হয়ে গিয়েছে। প্যান্ডেল, ক্যাটেরিং, এমনকী মুদির দোকানেও আগাম টাকা দিয়ে রেখেছিলেন পরিবারের লোকেরা। কিন্তু শেষবেলায় যে এমন বিপর্যয় ঘটবে, তা কে জানত!

করোনা সতর্কতায় লকডাউন চলছে দেশের সর্বত্রই। জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই পরিস্থিতি তে বিয়ে কী তবে পিছিয়ে যাবে? সঙ্গীতা ও অরিজিতের পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিয়েছেন, নির্দিষ্ট দিনে বিয়ে হবে তবে অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে যদি সম্ভব হয়, তখন না হয় ফের অনুষ্ঠান করা হবে।

জানা গিয়েছে, বিয়ের সব আয়োজন যে পরিবারের লোকেরাই করেছিলেন, তা কিন্তু নয়। বরং শুভকাজের জন্য টাকা জমানো ছিল অরিজিৎ ও সঙ্গীতারও। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, জমানো টাকা অতিথি অ্যাপায়ণ-সহ বিয়ের অনুষ্ঠানে খরচ করবেন। সেটা আর হল না! জমানোর টাকার পুরোটাই করোনা ত্রাণে দান করে দিলেন হবু দম্পতি।
লকডাউনের জেরে পূর্ব বর্ধমানে জেলায় আটকে পড়েছেন চারশোর বেশি পরিয়াযী শ্রমিকক।

গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে তাঁদের দু’বেলায় খাওয়ার বন্দোবস্ত করেছে জামালপুর থানা ও ব্লক প্রশাসন। এই কাজে প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অরিজিৎ ও সঙ্গীতা।আনাজ সহ বিভিন্ন সামগ্রী কিনে দিচ্ছেন তাঁরা। দম্পতি এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । এলাকার অধিবাসীরা তাদের এই কাজে খুব খুশি ।

Leave a Reply